হোম > সারা দেশ > খুলনা

কেশবপুরে সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে সাপের ছোবলে মোহনা চক্রবর্তী মিতু (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। 

গত সোমবার রাতে উপজেলার গৌরীঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। মিতু ওই গ্রামের কার্তিক চক্রবর্তীর মেয়ে। সে পাশের ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। 

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, মিতু গতকাল রাতে দাদির সঙ্গে ঘরের ভেতরে ঘুমিয়ে ছিল। রাত ১১টার দিকে তাকে ঘুমের মধ্যে বিষধর সাপে ছোবল দেয়। বিষের যন্ত্রণা শুরু হলে পরিবারের লোকজন তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায়। সেখানে ঝাড়ফুঁক করে কোনো কাজ না হওয়ায় অন্য ওঝার কাছে নেওয়া হয়। এখানে ঝাড়ফুঁক করার সময় মিতুর অবস্থার অবনতি হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের মেম্বার বিশ্বজিৎ মল্লিক বলেন, মিতু মেধাবী ছাত্রী ছিল। সাপের ছোবলে তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আজ মঙ্গলবার সকালে গৌরীঘোনা দক্ষিণপাড়া মহাশ্মশানে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলমগীর বলেন, মৃত অবস্থায় ওই মেয়েকে হাসপাতালে আনা হয়।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা