হোম > সারা দেশ > কুষ্টিয়া

মায়ের কোল থেকে ছিটকে পড়ে ভ্যানচাপায় ৪ মাসের শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে আজ শুক্রবার দুপুরে মায়ের কোল থেকে ছিটকে পড়ে ইঞ্জিনচালিত ভ্যানের চাপায় মারা যাওয়া শিশুর স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার কুমারখালীতে মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে ইঞ্জিনচালিত ভ্যানের (করিমন) চাপায় চার মাসের এক শিশু প্রাণ হারিয়েছে। শিশুটি ব্যাটারিচালিত একটি ভ্যানে তার মায়ের কোলে ছিল। সড়কের মোড় ঘোরার সময় সে কোল থেকে পড়ে যায়। এ সময় পেছন থেকে আরেকটি ভ্যান এসে শিশুটিকে চাপা দেয়।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার আমতলা মোড়ে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুটির নাম নাঈম। সে চাপড়া ইউনিয়নের নগর সাঁওতা গ্রামের রিকশাচালক নাজমুল হোসেনের ছেলে।

এ ঘটনায় করিমনচালক আমিনুল ইসলামকে (৩৫) মারধর করে পুলিশে দিয়েছেন উপস্থিত লোকজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারিচালিত ভ্যানে চড়ে নাঈমের মা মালা খাতুন পাশের উপজেলা খোকসায় তাঁর বোনের বাড়িতে খতনার অনুষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় মালার স্বামী নাজমুল পাশেই বসা ছিলেন। আর শিশুটি ছিল তার মায়ের কোলে। ভ্যানটি আমতলা এলাকায় মোড় ঘোরার সময় কোল থেকে নাঈম সড়কে ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভ্যান শিশুটিকে চাপা দেয়। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, নাঈম আগেই মারা গেছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘করিমনচাপায় এক শিশু মারা গেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন চালককে মারধর করে থানায় সোপর্দ করেছে। মামলা হলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত