হোম > সারা দেশ > কুষ্টিয়া

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার পর স্বামীর বিষপান

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পরকীয়া সন্দেহে স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা। ছবি: আজকের পত্রিকা

পরকীয়া সন্দেহে কুষ্টিয়া সদর উপজেলায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর মাহবুব আলম টুটুল (৩২) নামে এক যুবক বিষপানে ‘আত্মহত্যার’ চেষ্টার অভিযোগ উঠেছে। আজ শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের মেছোপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত রত্না খাতুন (২৫) একই গ্রামের আমোদ মল্লিকের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রত্না খাতুনের সঙ্গে একই ইউনিয়নের বাহির বোয়ালদহ গ্রামের ওমর আলীর ছেলে মাহবুব আলম টুটুলের প্রায় ৯ বছর আগে বিয়ে হয়। তাঁদের সাত বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। ভ্রাম্যমাণ মশারি বিক্রেতা ছিলেন টুটুল।

এতে সংসারে অভাব-অনটন লেগেই থাকত। এক বছর আগে প্রথম স্বামীর সংসার ছেড়ে রত্না খাতুন অন্যত্র বিয়ে করেন। সেখানে মাসখানেক সংসার করার পর দ্বিতীয় স্বামীর সঙ্গেও তাঁর বিবাহবিচ্ছেদ হয়। এরপর এক সপ্তাহ আগে তিনি প্রথম স্বামী টুটুলের কাছে আবারও ফিরে আসেন।

নিহতের বোন মরিয়ম বলেন, গত রোববার রত্না প্রথম স্বামীকে আবারও বিয়ে করেন। বিয়ের পর শ্বশুরবাড়িতেই ছিলেন টুটুল। কিন্তু দ্বিতীয় স্বামীর সঙ্গে এখনো রত্নার সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন তিনি। এ নিয়ে প্রায় সময়ই তাঁদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকত।

আজ দুপুরেও দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে স্বামী টুটুল ধারালো ছুরি দিয়ে বুকে ও পেটে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করেন স্ত্রী রত্নাকে। এরপর তিনি নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) হোসেন ইমাম আজকের পত্রিকাকে বলেন, মৃত অবস্থায় ওই গৃহবধূকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাঁর বুকে ও পেটে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। যার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ ও ফুসফুসে আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে। এ ছাড়া ওই গৃহবধূর স্বামীও আত্মহত্যার চেষ্টা করেছেন। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়া সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ওই গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক