খুলনার ফুলতলায় দুর্বৃত্তের গুলিতে জুয়েল মোল্লা ওরফে সোলায়মান (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জমিরা বাজার মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত সোলায়মানের বিরুদ্ধে ফুলতলা থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
আহত সোলায়মানকে স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ঘটনার পরপর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত যুবক জামিরা পূর্বপাড়া এলাকার শাহাজাহান মোল্লার ছেলে।
এ বিষয়ে জানতে চাইলে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, সন্ধ্যায় সোলায়মান জামিরা বাজারে যান। কাজ শেষে রাত ৮টার দিকে বাড়ি ফিরছিলেন। পথে জামিরা বাজার ও কলেজসংলগ্ন মধ্যপাড়া এলাকায় সন্ত্রাসীরা শটগান দিয়ে গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাঁর অবস্থা এখন শঙ্কামুক্ত।
ওসি আরও বলেন, এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে। আহত সোলায়মানের বিরুদ্ধে ফুলতলা থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে তিনি জানিয়েছেন।