হোম > সারা দেশ > ঝিনাইদহ

ভ্যানচালককে কুপিয়ে ছিনতাই, নয় দিনেও গ্রেপ্তার হয়নি কেউ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে ভ্যানচালক শাহজামালকে কুড়াল দিয়ে কুপিয়ে আহত করার ঘটনার নয় দিন পার হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি কোটচাঁদপুর পুলিশ। উদ্ধার হয়নি মোবাইল, নগদ টাকা। এদিকে আসামি ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

ভ্যান চালক শাহজামালের ভাই আশাদুল ইসলাম বলেন, ‘১৭ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় শাহজামাল সাবদারপুর বাজার থেকে ভ্যানে দুজন যাত্রী তোলেন ভাই। তাঁদের নিয়ে উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামে যান।

ভোমরাডাঙ্গা গ্রামে নামিয়ে বাড়ি ফেরার পথে ছিনতাইকারী চক্রের কবলে পড়েন। তাঁরা টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ছিনাকারীদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায় কুড়াল দিয়ে কোপ দিয়ে নগদ ২ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেন। তাঁকে উদ্ধারের পর প্রথমে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, যশোর সদর হাসপাতাল থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ভ্যান চালক ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। ১৮ জানুয়ারি একজনের নাম উল্লেখ করে কোটচাঁদপুর থানায় মামলা করা হয়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন বলেন, আসামি ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি