হোম > সারা দেশ > নড়াইল

দুর্বৃত্তের হামলায় বিচ্ছিন্ন হলো স্বেচ্ছাসেবক লীগ নেতার হাত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় হামলা চালিয়ে মো. আকবার হোসেন লিপন (৪৮) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতার একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার মঙ্গলহাটা গ্রামের শিকদার বাড়ির মসজিদের পাশে এ ঘটনা ঘটে। মো. আকবার হোসেন লিপন ওই গ্রামের বাসিন্দা এবং উপজেলার মল্লিকপুর ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রোববার রাত ৯টার দিকে মধ্য পাড়া থেকে বাড়ি ফেরার পথে দৃর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে তার একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা হাত ছাড়াই গুরুতর অবস্থায় লিপনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

এ নিয়ে জানতে চাইলে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, ‘লিপনের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাৎক্ষনিকভাবে হাত ছাড়াই গুরুতর অবস্থায় লিপনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বিচ্ছিন্ন হাতটি উদ্ধার করে ঢাকায় পাঠিয়েছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনার সঙ্গে কারা জড়িত এখনো তা নিশ্চিত জানা যায়নি।’

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত