হোম > সারা দেশ > খুলনা

‎‎‘ভিসিকে কেন নামাইলি’ বলেই কুয়েট শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা

খুলনা প্রতিনিধি

ছবি: সংগৃহীত

‎‘ভিসিকে কেন নামাইলি এবং নামায়ে কেন আনন্দ মিছিল করলি’ বলেই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলা করে বহিরাগত ১০-১২ জনের একটা গ্রুপ। এই অভিযোগ আহত শিক্ষার্থীদের। ‎

‎শনিবার রাত ৮টার দিকে ফুলবাড়ী গেট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এতে ১৯ ব্যাচের চার শিক্ষার্থী আহত হন।

আহতরা হলেন মোহন, শেখ মুজাহিদ, গালিব রাহাত ও মো. ওবায়দুল্লাহ। ‎

‎আহত শিক্ষার্থী মোহন জানান, রাত ৮টার দিকে তাঁরা ফুলবাড়ী গেট বাসস্ট্যান্ড এলাকায় একটি ফুচকার দোকানে ফুচকা খেতে যান। সেখানে ১০-১২ জন বহিরাগত তাঁদেরকে ডাক দিলে তাঁরা বলেন, ‘আমরা কুয়েটের শিক্ষার্থী, যা বলার এখানে বলেন।’

‎মোহন আরও জানান, পরে ধাক্কাতে ধাক্কাতে গালিব রাহাতকে পাশের একটি দোকানে নিয়ে যান এবং মারতে শুরু করেন। মারধরের সময় তাঁরা বলেন, ‘ভিসিকে কেন নামাইলি এবং নামায়ে কেন আনন্দ মিছিল করলি?’ ‎

‎আক্রমণকারীদের কাউকে চিনতে পেরেছেন কি না—জানতে চাইলে এ শিক্ষার্থী বলেন, ‘আমরা একজনকে চিনতে পেরেছি।’ তবে তিনি নাম বলতে রাজি হননি।

‎পরে মুজাহিদ, মোহন ও ওবায়দুল্লাহ সবাইকে মারধর করেন। এরপর শিক্ষার্থীরা আহত অবস্থায় ক্যাম্পাসে এসে ক্যাম্পাসের মেডিকেল সেন্টারে ভর্তি হন। ‎

‎এদিকে কর্তব্যরত চিকিৎসক সানজিদা রুম্পার কাছে জানতে চাইলে চার শিক্ষার্থী আহত অবস্থায় এসেছে বলে জানান। আহতদের শারীরিক অবস্থার ব্যাপারে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। ‎

‎এদিকে শিক্ষার্থীদের ওপর আবারও বহিরাগতদের হামলার প্রতিবাদে রাত সাড়ে ১০টায় প্রতিবাদ মিছিল করেন শিক্ষার্থীরা। ‎এই হামলাকে কেন্দ্র করে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার