হোম > সারা দেশ > খুলনা

খুলনায় বিচ্ছিন্ন হাত সফলভাবে জোড়া লাগালেন চিকিৎসকেরা

খুলনা প্রতিনিধি

দুর্ঘটনায় কবজি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল হাত। সেটি সফলভাবে জোড়া লাগালেন খুলনার চিকিৎসকেরা। খুলনার একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘ ৮ ঘণ্টার অস্ত্রোপচার শেষে বিচ্ছিন্ন হাতটি প্রতিস্থাপন করেন তাঁরা। অস্ত্রোপচারের তিন দিন পর ওই ব্যক্তি আঙুল নাড়াতে পারছেন। 

গত রোববার (৬ জানুয়ারি) এ অস্ত্রোপচার করেন ডা. ওয়াইএম শহীদুল্লাহর নেতৃত্বে নয় সদস্যের সার্জন টিম। তিন দিনের মাথায় ওই ব্যক্তি হাতটির আঙ্গুল নাড়াতে পারছেন। চিকিৎসকেরা বলেছেন, খুলনায় এ ধরনের সফলতা এটাই প্রথম, দেশেও এটি বিরল ঘটনা। 

বাগেরহাটের রামপালে নির্মাণাধীন তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্রেন অপারেটর হিসেবে কর্মরত ওই ব্যক্তির নাম মুন্না মাহাত। তিনি ভারতীয় নাগরিক। গত ৬ ফেব্রুয়ারি কাজ করার সময় দুপুর ১২টার দিকে ক্রেনের গ্লাস ডোর ভেঙে বাম হাত কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে যায়। সহকর্মীরা স্থানীয় চিকিৎসকের পরামর্শে বিচ্ছিন্ন হাতটি একটি পলিব্যাগে বরফ দিয়ে ডুবিয়ে ঘটনার ৪৫ মিনিটের মধ্যে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সঙ্গে সঙ্গে হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন সহযোগী অধ্যাপক ওয়াইএম শহীদুল্লাহর নেতৃত্বে নয় সদস্যর চিকিৎসক দল চিকিৎসা শুরু করেন। আট ঘণ্টা অস্ত্রোপচারের পর বিচ্ছিন্ন হাতটি জোড়া লাগাতে সফল হোন তাঁরা। 

অধ্যাপক ওয়াইএম শহীদুল্লাহ জানান, রোগী হাসপাতালে আসার সঙ্গে সঙ্গে তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত অপারেশন চলে। তিনি বলেন, ‘হাতের শিরাগুলোর এরই মধ্যে সচল হতে শুরু করেছে। দ্রুতই তাঁকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে। এখন হাতের অবস্থা ৯০ শতাংশ স্বাভাবিক হয়ে এসেছে।’ 

মুন্না মাহাত চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি জানান, এখন আঙ্গুল নাড়াচাড়া করতে পারছেন। কখনো যে হাতটি জোড়া লাগানো যাবে এবং হাতের আঙুল নাড়াতে পারবেন এটা কল্পনাও করেননি তিনি। 

খুলনাতো বটেই বাংলাদেশে এই ধরনের ঘটনা প্রথম বলে দাবি করেছেন হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা কামাল।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি