হোম > সারা দেশ > খুলনা

ধর্ষণ, ছিনতাইয়ের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মশাল মিছিল

খুবি প্রতিনিধি 

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, ছিনতাই, ডাকাতির প্রতিবাদ ও জননিরাপত্তার দাবিতে গতকাল বুধবার রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শিক্ষার্থীদের মশাল মিছিল। ছবি: আজকের পত্রিকা

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, ছিনতাই, ডাকাতির প্রতিবাদ ও জননিরাপত্তার দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শিক্ষার্থীরা মশাল মিছিল করেছেন। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে মিছিল শুরু হয়ে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা মশাল হাতে নিয়ে ‘নিরাপত্তা চাই, নিরাপদ বাংলাদেশ চাই’, ‘ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই’, ‘ছিনতাই-ডাকাতি বন্ধ কর, বন্ধ কর’, ‘জননিরাপত্তা নিশ্চিত কর’–এমন স্লোগান দেন শিক্ষার্থীরা।

মিছিল শেষে শিক্ষার্থীরা সমাবেশ করেন। এ সময় বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, সম্প্রতি সারা দেশে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যা নাগরিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কার সৃষ্টি করেছে। এসব ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মুন্না হোসেন বলেন, ‘বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে প্রশাসনের নীরব ভূমিকা অনেকাংশে দায়ী। দায় এড়ানোর প্রবণতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে প্রবলভাবে লক্ষণীয়। তাঁরা যদি যথাযথভাবে দায়িত্ব পালন না করেন, তাহলে ক্রমশই অবনতি ঘটবে। সাধারণ মানুষ যদি নিরাপদে না থাকেন, তাহলে দেশের সার্বিক উন্নয়ন কখনোই সম্ভব না। তাই, প্রশাসনের উচিত, অপরাধীদের বিচারের আওতায় আনা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।’

ইংরেজি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলহামজা শিমন বলেন, ‘দেশব্যাপী ধর্ষণ, ছিনতাই, ডাকাতি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে, যা জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। আমরা চাই, প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক এবং অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করুক।’

এ সময় বক্তারা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করতে হবে। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। অন্যথায়, শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে