হোম > সারা দেশ > খুলনা

খুলনা শিক্ষক সমিতির নির্বাচন: মানিক–আশিকুলের নেতৃত্বে নীল দলের জয়লাভ

খুলনা প্রতিনিধি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে শিক্ষক সংগঠন নীল দল মনোনীত প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। কমিটির সভাপতি পদে ড. মো. আসাদুজ্জামান মানিক ও সাধারণ সম্পাদক পদে ড. মোহাম্মদ আশিকুল আলম পুনরায় নির্বাচিত হয়েছেন। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ভোটের দুদিন আগেই বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার কিশোর কুমার। 

নির্বাচিত অন্য প্রার্থীরা হলেন সহসভাপতি বিদ্যুৎ মাতুব্বর; যুগ্ম সম্পাদক দেবাশীষ পণ্ডিত ও রাকিবুল হাসান মো. রাব্বি; কোষাধ্যক্ষ অঙ্কুর চৌধুরী; গবেষণা, তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক হুমায়রা ইয়াসমিন; ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক ড. জেসমিন আরা, মহিলাবিষয়ক সম্পাদক মীর রিফাত জাহান উষা ও সমাজকল্যাণ সম্পাদক কাজী মৌসুমী আক্তার। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যরা হলেন আফসানা ইয়াসমিন, প্রসেনজিৎ সরকার, রাসমিয়া সুলতানা, পূজা রায় ও মোছা. সাবিনা আলিম। 

ফল ঘোষণার পরপরই ক্যাম্পাসে অবস্থিত জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নতুন কমিটির নেতারা। 

নব-নির্বাচিত কমিটির সভাপতি ড. মো. আসাদুজ্জামান মানিক বলেন, এই শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও একাডেমিক সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করবে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। 

সাধারণ সম্পাদক ড. মো. আশিকুল আলম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা