হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় ২ মাসের শিশুর লাশ উদ্ধার, মা গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা শহরের উপকণ্ঠ রইচপুরে মমতাজ খাতুন নামের দুই মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ সোমবার ভোররাতে নিহতের মা সুরাইয়া ইয়াসমিন মুক্তাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার সুরাইয়া ইয়াসমিন রইচপুর গ্রামের মুজাফফর হোসেনের মেয়ে ও খুলনার গিলাতলা এলাকার মুছা শেখের স্ত্রী। তিনি বাবার বাড়িতেই এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকেন। শিশুর লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহিদুল ইসলাম। 

রইচপুর গ্রামের বাসিন্দা জাকির হোসেন জানান, শিশু মমতাজ খাতুনকে গতকাল রোববার বিকেল থেকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনেরা রাত ১১টার দিকে বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। এ সময় সুরাইয়া খাতুন মেয়ে মমতাজকে পানিতে ডুবিয়ে হত্যার কথা স্বীকার করেন। 

জাকির হোসেন বলেন, ‘সুরাইয়াকে মাঝেমধ্যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে দেখা যায়। এর আগে নিজের ছেলেকেও হত্যার চেষ্টা করেছিলেন তিনি।’ 

ওসি মোহিদুল ইসলাম বলেন, ‘নিজের মেয়েকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে মানসিক ভারসাম্যহীন নারী সুরাইয়া খাতুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা মুছা শেখ সুরাইয়া খাতুনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার