হোম > সারা দেশ > খুলনা

গাংনীতে হাত-পা বাঁধা অজ্ঞান অবস্থায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তিকে উদ্ধার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে হাত-পা বাঁধা অজ্ঞান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে (৪০) উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বামন্দী ইউনিয়নের নিশিপুর মাঠের একটি আম বাগান থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানায়, আজ সকালে নিশিপুর মাঠের একটি আম বাগানে হাত-পা বাঁধা অবস্থায় ওই লোককে দেখে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. শাহ আলমকে খবর দেওয়া হয়। পরে তিনি গিয়ে তাঁকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. শাহ আলম বলেন, ‘বামন্দীর নিশিপুর মাঠের একটি আম বাগানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন আমাকে খবর দেয়। আমি গিয়ে তাঁকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। পাটের আঁশ দিয়ে তাঁর হাত-পা বাঁধা অজ্ঞান অবস্থায় ছিলেন তিনি।’

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মারুফ আহমেদ বলেন, সকালে একজনকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্থানীয় লোকজন। তাঁর এখনো জ্ঞান ফেরেনি। হাসপাতালে চিকিৎসা চলছে।

এ বিষয়ে জানতে চাইলে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, স্থানীয় লোকজন অজ্ঞান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এখনো তাঁর জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার