হোম > সারা দেশ > নড়াইল

লোহাগড়ায় সাহাপাড়া পরিদর্শনে জেলা জাতীয় পার্টির নেতারা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ায় মন্দির, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা নড়াইল জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ পরিদর্শন করেছেন। আজ শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে কথা বলেন তারা। 

জাপা নেতারা সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জিএম কাদের আমাদেরকে এখানে পাঠিয়েছে খোঁজখবর নেওয়ার জন্য। জাতীয় পার্টি ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। 

দলটির নেতারা আরও বলেন, সরকার ও প্রশাসনের উচিত এ ঘটনায় যে লিখেছে এবং যারা উপজেলার দিঘলিয়া সাহাপাড়ায় মন্দির, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় এনে ন্যায় বিচার নিশ্চিত করা। 

নড়াইল জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজের নেতৃত্বে পরিদর্শনে যাওয়া প্রতিনিধিরা হলেন—জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. হাদিউজ্জামান, জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি শাফায়েত হোসেন, সাধারণ সম্পাদক তাহাজ্জত হোসেন, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি কাজী শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুক্ত, জেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক শাহরিয়ার ইমন, লোহাগড়া উপজেলা জাপা নেতা মো. সাদেক, শফিকুল ইসলাম, বেলাল হোসেনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা। 

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার