হোম > সারা দেশ > খুলনা

খুলনায় হাত-পা বাঁধা যুবকের লাশের পরিচয় মিলেছে

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনায় হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা যুবকের পরিচয় মিলেছে। নিহত যুবক বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বাড়ইখালী এলাকার বাসিন্দা আশ্রাব আলী মোল্লার ছেলে নাঈম মোল্লা। শনিবার বেলা সাড়ে ৩টার দিকে পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেয় পুলিশ। শুক্রবার রাতে এ ঘটনায় লবণচরা থানার এসআই মো. বেল্লাল হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

মৃত যুবকের পরিচয় নিশ্চিত করছেন লবণচরা থানার পরিদর্শক (তদন্ত) মো. ইউসুফ আলী।

স্থানীয়রা জানান, হাজি মো. মোশারফ হোসেনের বাড়ির ভাড়াটে আশরাফুল ইসলাম কুকুরের ডাক শুনে ভোরে ঘুম থেকে ওঠেন। জানালা দিয়ে বাইরে তাকিয়ে তিনি বাড়ির পেছনের পশ্চিম পাশে পড়ে থাকা লাশটি দেখতে পান। লাশের হাত-পা বাঁধা ছিল এবং মাথা ও মুখমণ্ডল পলিথিনে মোড়ানো ছিল। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে লবণচরা থানা-পুলিশকে অবহিত করেন।

লবণচরা থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিহত যুবকের বয়স আনুমানিক ২৭ বছর। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা প্রথমে তাঁকে আঘাত করে জখম করে। এরপর হাত-পা বেঁধে মাথা ও মুখ পলিথিনে মুড়িয়ে শ্বাসরোধে হত্যা করে।

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক