হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ছিনিয়ে নেওয়া ‘চরমপন্থী নেতা’ ৩ দিন পর গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি

খুলনায় গ্রেপ্তার আসামি মো. নাসিমুল গণি ওরফে নাসিম। ছবি: সংগৃহীত

পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার তিন দিন পর মো. নাসিমুল গণি ওরফে নাসিম (৫৬) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি খুলনার পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল) আঞ্চলিক নেতা বলে পুলিশ জানিয়েছে।

আজ রোববার খুলনার খালিশপুর মুজ্গুনী পার্ক এলাকার একটি চারতলা ভবন থেকে পুলিশের গোয়েন্দা শাখার সহযোগিতায় দিঘলিয়া থানা-পুলিশ নাসিমকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে হত্যাসহ প্রায় এক ডজন মামলা রয়েছে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, ২০ জুন পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় নাসিম প্রধান আসামি। তিনি দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা এলাকার বাসিন্দা। নাসিম একটি হত্যা মামলায় ৩২ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

পুলিশ জানা, গত বুধবার সন্ধ্যার দিকে দিঘলিয়া থানার একটি বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ও একাধিক হত্যা মামলার আসামি নাসিমকে গ্রেপ্তারের জন্য উপজেলার ফরমাইশখানা ঘোলারঘাট এলাকায় যায়। এ সময় তাঁর অনুসারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে নাসিমকে ছিনিয়ে নিয়ে যান। হামলায় পুলিশের তিনজন সদস্য আহত হন।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি