হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ছিনিয়ে নেওয়া ‘চরমপন্থী নেতা’ ৩ দিন পর গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি

খুলনায় গ্রেপ্তার আসামি মো. নাসিমুল গণি ওরফে নাসিম। ছবি: সংগৃহীত

পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার তিন দিন পর মো. নাসিমুল গণি ওরফে নাসিম (৫৬) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি খুলনার পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল) আঞ্চলিক নেতা বলে পুলিশ জানিয়েছে।

আজ রোববার খুলনার খালিশপুর মুজ্গুনী পার্ক এলাকার একটি চারতলা ভবন থেকে পুলিশের গোয়েন্দা শাখার সহযোগিতায় দিঘলিয়া থানা-পুলিশ নাসিমকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে হত্যাসহ প্রায় এক ডজন মামলা রয়েছে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, ২০ জুন পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় নাসিম প্রধান আসামি। তিনি দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা এলাকার বাসিন্দা। নাসিম একটি হত্যা মামলায় ৩২ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

পুলিশ জানা, গত বুধবার সন্ধ্যার দিকে দিঘলিয়া থানার একটি বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ও একাধিক হত্যা মামলার আসামি নাসিমকে গ্রেপ্তারের জন্য উপজেলার ফরমাইশখানা ঘোলারঘাট এলাকায় যায়। এ সময় তাঁর অনুসারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে নাসিমকে ছিনিয়ে নিয়ে যান। হামলায় পুলিশের তিনজন সদস্য আহত হন।

মাগুরায় ভোটকেন্দ্রের ক্যামেরা দিনে স্থাপন, রাতেই ভাঙচুর

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য