হোম > সারা দেশ > খুলনা

খুলনায় চলছে ২৪ ঘণ্টা ধর্মঘট, বন্ধ তেল উত্তোলন-বিপণন 

খুলনা প্রতিনিধি

কমিশন ও ভাড়া বাড়ানোর দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি (ধর্মঘট) পালন করছেন খুলনার জ্বালানি ব্যবসায়ীরা। আজ রোববার সকাল ৮টা থেকে এই কর্মবিরতি পালন করা হচ্ছে। এ সময় বিভাগের কোনো ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন করা হবে না।

জানা গেছে, আজ সকাল ৮টা থেকে বাংলাদেশ ট্যাংকলরি মালিক সমিতি ও জ্বালানি তেলের পাম্প মালিক সমিতি কর্মবিরতি পালনের ঘোষণা দেয়। তাই পদ্মা, মেঘনা ও যমুনা তিনটি ডিপোই তেল উত্তোলন ও বিপণন বন্ধ রেখে এই কর্মসূচি পালন করছে। ফলে খুলনাসহ ১৫ জেলায় তেল সরবরাহ বন্ধ রয়েছে।

বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে প্রতি লিটার জ্বালানি তেলের মূল্যের (পূর্ব মূল্য) ওপর ২ দশমিক ৭১ টাকা কমিশন দেওয়া হয়। এর আগে ট্যাংকলরি মালিক সমিতি ও জ্বালানি তেলের পাম্প মালিক সমিতি কমিশন বৃদ্ধির জন্য বিপিসি ও জ্বালানি মন্ত্রণালয়ে একাধিকবার আবেদন করে। কিন্তু কোনো ফলাফল পায়নি।

জ্বালানি তেলের মূল্য বর্তমানে অনেক গুণে বৃদ্ধি পেলেও কমিশনের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। এ পরিস্থিতিতে ট্যাংকলরি মালিক সমিতি ও জ্বালানি তেলের পাম্প মালিক সমিতি তাদের কমিশন প্রতি লিটার জ্বালানি তেলের বর্তমান মূল্যের ৭ দশমিক ৫ শতাংশ হারে বৃদ্ধির দাবিতে আজ সকাল ৮টা থেকে আগামী ২৪ ঘণ্টা জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখেছে। এ সময় খুলনা বিভাগের কোনো ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন করা হবে না। তবে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ থাকলেও ফিলিং স্টেশন (পাম্প) থেকে তেল (নিজ নিজ পাম্পে মজুতকৃত) সরবরাহ অব্যাহত রয়েছে।

সাধারণ সম্পাদক আরও বলেন, ‘২৮ ঘনটায় দাবি পূরণ না হলে পরে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার