হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ 

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে উপজেলার তাফালবাড়ী বাজারে রায়েন্দা ও সাউথখালী ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ হয়। ঘটনার পর থেকে বাজারের দোকানপাট বন্ধ রয়েছে। 

আহতরা হলেন—রায়েন্দা ইউনিয়নের ব্যবসায়ী ফেরদাউস জমাদ্দার, মাসুম মীর, সানাউল আলম সানা জমাদ্দার, সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হকের ভাতিজা মাসুম। বাকিদের নাম জানা যায়নি। আহতরা শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। 

এদিকে সংঘর্ষের খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আছাদুজ্জামান মিলন, শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা দুই পক্ষের সঙ্গে আলোচনা করে বিরোধ সমাধানের চেষ্টা করছেন। 

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যবসায়ী আজকের পত্রিকাকে বলেন, ‘সম্প্রতি সাউথখালী ইউনিয়নের বকুলতলা এলাকায় রায়েন্দা ইউনিয়নের হুমায়ুন আজাদ মিঠু নামে এক ব্যক্তি একটি স মিল স্থাপন করেন। এটি নিয়ে সাউথখালী এলাকার আল আমিন দফাদারের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয় তাঁর। এই দ্বন্দ্বের জেরে আল আমিনের সঙ্গে হুমায়ুন আজাদের কথা-কাটাকাটির একপর্যায়ে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’ 

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ