হোম > সারা দেশ > বাগেরহাট

দুবলাচর থেকে জেলেবিহীন ফিশিংবোট উদ্ধার

প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)

সুন্দরবনের দুবলাচর থেকে সাগরে ভাসমান জেলেবিহীন একটি ফিশিংবোট উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। আজ মঙ্গলবার সকালে বোটটি উদ্ধার করা হয়।

দুবলা ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ বলেন, আজ সকাল ৯টায় এফবি মায়ের দোয়া নামে একটি ফিশিংবোট আলোরকোল এলাকায় সাগরে ভাসতে দেখা যায়। বোটটিতে কোন মানুষ নেই কিন্তু জাল ও মাছ বোঝাই রয়েছে দেখে কোস্টগার্ড পশ্চিম জোনকে জানান হয়।

এ বিষয়ে জেলেপল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রলাদ চন্দ্র রায় বলেন, বরগুনার পাথরঘাটার জনৈক ব্যক্তির মালিকানাধীন ফিশিংবোটটি নিয়ে গতকাল সোমবার সাগরে মাছ ধরতে যান জেলেরা। কিন্তু বোটের সেফ ভেঙে বিকল হয়ে যাওয়ায় তা সাগরে ভাসকে থাকে। ফলে বিকল হয়ে যাওয়া ওই বোটের জেলেরা অন্য একটি ফিশিংবোটে করে পাথরঘাটায় ফিরে যায়। 

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার শেখ মেজবাহ উদ্দিন আহমেদ মুঠোফোনে বলেন, কোস্টগার্ড সদস্যরা আজ সকালে আলোরকোল এলাকায় মানুষবিহীন জাল এবং মাছসহ ফিশিংবোট ভাসতে দেখে সেটিকে দুবলাচরে নিয়ে আসেন। বোট মালিকের সন্ধান পাওয়া গেছে। যথাযথ কাগজপত্র নিয়ে আসলে বোটটি ফেরত দেওয়া হবে। 

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক

জামায়াতে যোগ দেওয়ায় হিন্দুদের মনে শান্তি এসেছে: কৃষ্ণ নন্দী