হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, হল ছাড়তে বলল প্রশাসন

সাতক্ষীরা প্রতিনিধি

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের এক দিন পর সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষাকার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আবাসিক ছাত্র-ছাত্রীদের হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

মেডিকেল কলেজের তথ্য কর্মকর্তা ডা. নাসিরউদ্দীন গাজী জানান, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী বেলা ২টার মধ্যে কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের দুটি হল ত্যাগের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কলেজের শিক্ষাকার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

প্রসঙ্গত, ২৯ মার্চ আব্দুল মোহিতকে সভাপতি ও তানভীর আহমেদকে সাধারণ সম্পাদক করে সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির বিপক্ষে অবস্থান নিয়ে পদবঞ্চিতদের পক্ষে আবিদুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগের একটি গ্রুপ ক্যাম্পাসে অবস্থান নেয়। একপর্যায়ে গতকাল সোমবার দুপুরে ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

সৃষ্ট ঘটনায় মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ছাত্রলীগের সভাপতি আব্দুল মোহিতকে দুই মাসের জন্য ইন্টার্নশিপ থেকে বিরত থাকার আদেশ জারি করে। এ নিয়ে কলেজে উত্তেজনা বিরাজ করছিল।

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার