হোম > সারা দেশ > খুলনা

তীব্র ব্যথা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি নারী ফুটবলার মঙ্গলী 

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি

খুলনার বটিয়াঘাটায় হামলার শিকার নারী ফুটবলার মঙ্গলী বাগচী তীব্র মাথা ব্যথা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল সোমবার দুপুরে তাঁর পরিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অভিজিত মল্লিক এ তথ্য নিশ্চিত করেন। 

চিকিৎসক অভিজিত মল্লিক বলেন, ‘কিছুদিন আগে নারী ফুটবলার মঙ্গলী বাগচী মারধরের ঘটনায় হাসপাতালে ভর্তি হয়। পরবর্তীতে সে সুস্থ হয়ে বাড়িতে চলে যায়। এরপর গতকাল সে মাথায় ব্যথা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়। আমরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। কিন্তু মাথা ব্যথা না কমায় তাঁকে হাসপাতাল কর্তৃপক্ষ সিটিস্ক্যান করার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠায়। সিটিস্ক্যান রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ নুরুল আলম বলেন, ‘সংবাদ শুনে নারী ফুটবলার মঙ্গলী বাগচীর খোঁজ নিয়েছি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমানের সঙ্গে কথা বলে সরকারি তত্ত্বাবধানে জরুরিভাবে তাঁকে খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল আলম খানসহ দলীয় নেতারা হাসপাতালে ভর্তি এই ফুটবলারকে দেখতে যান এবং তাঁর সার্বিক বিষয়ে খোঁজ নেন। 

এ ঘটনায় এর আগে উপজেলার বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের কৃতী ফুটবলার ও তেঁতুলতলা সুপার কুইন ক্লাবের খেলোয়াড় সাদিয়া নাসরিন ও মঙ্গলী বাগচীর ওপর নির্মম নির্যাতনের ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ এবং নারী ফুটবলারদের জন‍্য স্থায়ী একাডেমি ও মিনি স্টেডিয়াম প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমপি শেখ সালাউদ্দিন জুয়েল সরেজমিন পরিদর্শন করেন। 

গত ২৭ জুলাই বৃহস্পতিবার নারী ফুটবলারদের হাফ প্যান্ট পরে ফুটবল খেলাকে কেন্দ্র করে স্থানীয় দুর্বৃত্ত কর্তৃক হামলার শিকার হন নারী ফুটবলার মঙ্গলী বাগচীসহ বেশ কয়েকজন খেলোয়াড়। পরে এ ঘটনায় চারজনকে আসামি করে বটিয়াঘাটা থানায় মামলা হয়। বর্তমান আসামিরা কারাগারে রয়েছেন।

 

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে