হোম > সারা দেশ > খুলনা

পশুর নদীতে ৮০০ টন ক্লিংকার বোঝাই লাইটার জাহাজ ডুবি

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের মোংলায় পশুর নদীতে ৮০০ মেট্রিকটন ক্লিংকার (সিমেন্টের কাঁচামাল) বোঝাই এমভি আনমনা-২ নামের একটি লাইটার ডুবে গেছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে ডুবোচরে আটকা পড়ে লাইটারটি কাত হয়ে পানি ঢুকে ডুবে যায়। তবে লাইটারের ১০ কর্মচারী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে।

লাইটার জাহাজটির মাস্টার এনায়েত হোসেন বলেন, বন্দরের ৪ নম্বর বয়ায় অবস্থান করা বাংলাদেশি পতাকাবাহী মার্চেন্ট শিপ ‘এমভি জাহান ব্রাদার্স’ থেকে সাড়ে ৮০০ মেট্রিকটন ক্লিংকার বোঝাই করে খুলনার রূপসা নদীর পাড়ে সুনসিং কোম্পানির সেভেন রিংকস সিমেন্ট ফ্যাক্টরিতে রওনা হয়। এ সময় জাহাজটি টার্নিং করতে গেলে তলা ফেটে ডুবে যায়। তবে জাহাজে থাকা কোনো কর্মকর্তা-কর্মচারীর ক্ষতি হয়নি।

এদিকে জাহাজটি মূল চ্যানেলের বাইরে ডুবে যাওয়ায় চ্যানেলের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। জাহাজ ডুবির কারণ অনুসন্ধানে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। ১৫ দিনের মধ্যে জাহাজটিকে উদ্ধারের জন্য মালিকপক্ষকে বলা হয়েছে। নির্ধারিত সময়ে জাহাজ উদ্ধারে ব্যর্থ হলে মোংলা বন্দর কর্তৃপক্ষ জাহাজটি উদ্ধার করবে বলে জানিয়েছেন, বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মাদ শাহিন মজিদ।

তিনি বলেন, জাহাজ ডুবির বিষয়টি বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। এ ছাড়া জাহাজ ডুবির কারণ অনুসন্ধানে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১৫ দিনের মধ্যে মালিকদের জাহাজটি উদ্ধার করতে নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যর্থ হলে মোংলা বন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

গত ১৩ অক্টোবর ২৬ হাজার ৫০০ মেট্রিকটন ক্লিংকার নিয়ে বন্দরের চার নম্বর বয়ায় নোঙর করে মার্চেন্ট শিপ জাহান ব্রাদার্স। রবিবার ওই জাহাজ থেকে এমভি আনমনা-২ নামে একটি কার্গো জাহাজ সড়ে ৮০০ মেট্রিক টন ক্লিংকার বোঝাই করে।

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ