হোম > সারা দেশ > খুলনা

অপাত্রে ভোট দিয়ে আর ধোঁকা নয়: খুলনায় হাতপাখার প্রার্থী 

নিজস্ব প্রতিবেদক, খুলনা থেকে 

আগের সিটি করপোরেশন নির্বাচনে খুলনা নগরবাসী ধোঁকা খেয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখার মেয়র প্রার্থী আব্দুল আউয়াল। তিনি বলেছেন, ‘আমার বিশ্বাস নগরবাসী বিগত দিনের মত আর ধোঁকা খাবে না। বিগত সময়ে নির্বাচিত মেয়রের আচরণে তাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। অপাত্রে ভোট দিয়ে আর ধোঁকা নয়। এবার ভোটারেরা হাতপাখায় ভোট দেবে।’

আজ শুক্রবার নগরীর গল্লামারী, হঠাৎবাজার, জোড়াকল বাজার, নতুন রাস্তা, নয়াবাটি, ক্রিসেন্ট গেট, আলমনগরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

আব্দুল আউয়াল বলেন, খুলনার মাটি ও মানুষ আমার প্রাণের সঙ্গে মিশে আছে। আমি অতিথি পাখির মত হঠাৎ আসিনি। খুলনাবাসীর সুখ-দুঃখে সাধ্যানুযায়ী পাশে ছিলাম এবং আছি। খুলনার সর্বসাধারণের প্রতি আমার দাবি আছে। সেই দাবি থেকে খুলনাবাসীর নিকট আমি একবার পরিবর্তনের অনুরোধ করছি। আমাকে হাতপাখা প্রতীকে বিজয়ী করে আপনাদের প্রতিনিধি হিসেবে ইসলাম, দেশ ও মানবতার পক্ষে কাজ করার সুযোগ করে দিন।

পথসভায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান ও মুহা. জান্নাতুল ইসলামসহ অনেকে।

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে