হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

দামুড়হুদায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে বাইকের ধাক্কা, নিহত ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি­

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তুপুরে গতকাল শনিবার রাতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ মোটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পুরাতন বাস্তুপুরে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে ধাক্কা লেগে তাঁরা ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিহত যুবকেরা হলেন পুরাতন বাস্তপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে নাহিদ (১৯) ও সেলিম উদ্দিনের ছেলে সুইট (২৫)।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘নাহিদ ও সুইট মোটরসাইকেলযোগে উপজেলার রঘুনাথপুর থেকে পুরাতন বাস্তপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তাঁরা মারা যান।’

হুমায়ুন কবির আরও বলেন, ‘প্রথমে দুর্ঘটনাটি অজ্ঞাত যানবাহনের সঙ্গে ঘটেছে বলে ধারণা করা হয়। তবে তদন্তে জানা গেছে, সেখানে রাস্তার ওপর দাঁড় করিয়ে রাখা ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এই প্রাণহানির ঘটনা ঘটে। ট্রাক্টরটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে নিহত ব্যক্তিদের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার