হোম > সারা দেশ > খুলনা

নিজ কার্যালয়ে খুলনা জেলা শিক্ষা কর্মকর্তার মৃত্যু

খুলনা প্রতিনিধি

শামসুল হক। ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আজ রোববার সকালে কর্মস্থলে যোগদান করেন খুলনা জেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শামসুল হক।

দুপুর ১২টার দিকে সহকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। তখন হঠাৎ কাঁপতে কাঁপতে চেয়ারে পড়ে যান। দ্রুত সহকর্মীরা তাঁকে খুলনার বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

বিকেলে তাঁর মরদেহ রাজশাহী জেলার পবা উপজেলায় নিয়ে যাওয়া হয়েছে। শিক্ষা কর্মকর্তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর সহকর্মীদের মাঝে।

খুলনা জেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক শেখ শাহিনুর রহমান বলেন, ‘ঈদের ছুটি কাটিয়ে রোববার সকালে শামসুল হক কাজে যোগ দেন। দুপুর ১২টার দিকে নিজের কক্ষে ঈদের শুভেচ্ছা বিনিময় করছিলেন তিনি। কথা বলতে বলতে হঠাৎ চেয়ারে পড়ে যান। আমরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু ততক্ষণে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।’

সহকর্মীরা জানান, খুলনায় তিনি একাই থাকতেন। তাঁর দুই স্ত্রী রয়েছে। একজন সাতক্ষীরা এবং একজন ঢাকায় থাকেন। তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তবে হাসপাতালের চিকিৎসকেরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে পথেই তাঁর মৃত্যু হয়েছে।

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক