হোম > সারা দেশ > খুলনা

শৈলকুপায় ইঁদুরের আক্রমণে গমের ক্ষতি, দিশেহারা কৃষক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় ব্লাস্টের সংক্রমণের কারণে কৃষক গমের আবাদ বন্ধ রেখেছিল। নতুন করে আবার গমের আবাদ শুরু করলে এবার ফলন ভালো হয়েছে। তাতে কৃষকের মন ভালো হওয়ারই কথা। কিন্তু ইঁদুরের আক্রমনে গমের ব্যাপক ক্ষতি হয়েছে। তাতে কৃষক ব্যাপক লোকসানের মুখে পড়েছে।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শতাধিক কৃষকের গম খেতে এমন আক্রমণ হয়েছে। অনেকেই ইঁদুর মারতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শমতো খেতে ওষুধ দিয়েছেন, তাতেও কোনো লাভ হয়নি।

উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে উপজেলায় ২ হাজার ৮৬০ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। তবে ঠিক কী পরিমাণ জমিতে ইঁদুরের আক্রমণ হয়েছে তা জানাতে পারেনি উপজেলা কৃষি বিভাগ। ইঁদুরের কারণে এবারের মৌসুমে ১২ মেট্রিক টন গম নষ্ট হতে পারে বলে জানানো হয়েছে।

শৈলকুপার কৃষকেরা জানান, উপজেলার কবিরপুর, বারইপাড়া, আউশিয়াসহ বিভিন্ন গ্রামের শতাধিক কৃষকের খেতে শিষ বের হওয়ার সময় ইঁদুর আক্রমণ করে। এখন খেতজুড়ে শত শত গর্ত। গ্যাস ট্যাবলেট, বিষ প্রয়োগ করেও প্রতিকার মিলছে না। এক বিঘা জমিতে গম চাষে ১৪-১৫ হাজার টাকা খরচ হয়। ফলন আর বাজারে দাম ভালো পেলে ২৮ থেকে ৩০ হাজার টাকা বিক্রি হতো। কিন্তু এবার মনে হচ্ছে অর্ধেক টাকাও আসবে না।

হাবিবপুর গ্রামের গম চাষি জামাল উদ্দিন বলেন, ‘আমাদের খেতের গমের দানা হাওয়ার আগমুহূর্তে ইঁদুর লেগেছিল। প্রথম থেকে ওষুধ দিলেও কোনো কাজ হয়নি। জমি থেকে গম কেটে নিয়ে ইঁদুর গর্ত ভরছে। ইঁদুরের কারণে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে।’

কৃষক মো. বাচ্চু ও আশরাফুল ইসলাম বলেন, ‘এ বছর গমের দানা ভালো হয়েছিল। কিন্তু ইঁদুর সব শেষ করে দিল। যে যা বলেছে, খেতে সবই দিয়েছি। কিন্তু তাতেও কাজ হচ্ছে না। কষ্ট করে গমের আবাদ করেছিলাম। খেতের এই অবস্থা দেখে কষ্টে আমরা এখন আর মাঠে যাই না।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আবুল হাসনাত আজকের পত্রিকাকে বলেন, ‘যেসব জমিতে ইঁদুরের আক্রমণ হচ্ছে, সেই জমিতে গ্যাস ট্যাবলেট, গর্তে পানি দেওয়াসহ কীটনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছি। ৮৫ শতাংশ গম পরিপক্ব হয়েছে। তাই ক্ষতি পুষিয়ে নিতে কৃষক ভাইদের আমরা পরামর্শ দিচ্ছি, পরিপক্ব গম যেন দ্রুত কেটে নেয়।’

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার