হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার দুটি মোটরসাইকেলের সংঘর্ষে শুভ শেখ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত পৌনে আটটার দিকে রামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নারীসহ তিনজন আহত হন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহত শুভ শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদাহ গ্রামের ইমরান শেখের ছেলে। আহতরা হলেন ধোপাদাহ গ্রামের রাব্বি ফকির (২০), ঝিনাইদহ জেলার শেখপাড়া এলাকার কামাল হোসেন (৪৫) ও তাঁর স্ত্রী। কামাল হোসেনের স্ত্রীর নাম জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত পৌনে ৮টার দিকে নড়াইল-লোহাগড়া সড়কের রামপুর নিরিবিলি পিকনিক স্পট গেটের সামনের সড়কে লোহাগড়া থেকে এড়েন্দাগামী এবং নড়াইল থেকে লোহাগড়াগামী দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে এড়েন্দাগামী মোটরসাইকেল চালক শুভ শেখ গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় আরও তিনজন আহত হন।

লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার