হোম > সারা দেশ > খুলনা

ঘুমের মধ্যে সাপের দংশনে ঘটনাস্থলেই শিশুকন্যা, সকালে মায়ের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় মা ও সাত মাস বয়সের মেয়েকে ঘুমের মধ্যে বিষাক্ত সাপ কামড় দেয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই রাতে শিশুটির মৃত্যু হয় এবং মাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। আজ বৃহস্পতিবার সকালে ওই নারীরও মৃত্যু হয়েছে। 

গতকাল বুধবার মধ্যরাতে কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে সকালে পরিবারের লোকজন ওই ঘর থেকে একটি সাদা-কালো রঙ্গের ডোরাকাটা সাপ খুঁজে পায় এবং পিটিয়ে মেরে ফেলে। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুজ্জামান ঝন্টু। 

নিহতেরা হলেন—ভবানীপুর গ্রামের ইব্রাহীম আলীর স্ত্রী আয়েশা খাতুন ও তাদের মেয়ে নুসরাত। 

চেয়ারম্যান আনিসুজ্জামান ঝন্টু আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে প্রতিদিনের মতো নিজ ঘরে মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিলেন আয়েশা। এ সময় তাদের দুজনকে বিষাক্ত সাপ কামড় দেয়। কিছু বুঝে ওঠার আগেই শিশুটির মৃত্যু হয়। পরে আয়েশাকে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আজ সকাল সাড়ে ১০টার দিকে তাঁরও মৃত্যু হয়।’ 

তিনি আরও বলেন, ‘পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা ইব্রাহীমের ঘরের খাটের নিচ থেকে বিষধর একটি সাদা-কালো রঙের ডোরাকাটা সাপ উদ্ধার করে পিটিয়ে মেরে ফেলে।’

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা