হোম > সারা দেশ > যশোর

চৌগাছায় ২০ ঘণ্টার ব্যবধানে করিমন উল্টে ২ চালক নিহত

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় ২০ ঘণ্টার ব্যবধানে দুটি করিমন (শ্যালো ইঞ্জিনচালিত যান) উল্টে বিশারত আলী (৫০) ও হারুন অর রশীদ (৪২) নামের দুই চালক নিহত হয়েছেন। আজ শনিবার ও গতকাল শুক্রবার উপজেলার পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

বিশারত আলী চুয়াডাঙ্গার দর্শনা মডেল থানার হরিশচন্দ্রপুর গ্রামের সিয়াম আলী এবং হারুন অর রশীদ চৌগাছার ফুলসারা ইউনিয়নের জামিরা গ্রামের মৃত আব্দুল হামিদ বিশ্বাসের ছেলে। 

দুর্ঘটনা দুটির বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী। তিনি বলেন, ‘উভয় ঘটনায় থানায় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে।’ 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার ভোরে চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার হরিশচন্দ্রপুর থেকে চৌগাছায় ধানের খড় কিনতে একটি করিমনে তিন যাত্রী নিয়ে যাচ্ছিলেন চালক বিশারত আলী। সকাল সাড়ে ৭টার দিকে মহেশপুর-চৌগাছা সড়কের চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ফাঁসতলা নামক স্থানে পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ এড়াতে গাড়িতে ব্রেক চেপে ধরেন চালক। এতে করিমনটি সড়কের পাশে উল্টে গেলে চালক বিশারত ও যাত্রী আশিদুল ইসলাম (১৯) করিমনের নিচে পড়ে গুরুতর আহত হন। অন্য দুই যাত্রী ছিটকে ফসলের খেতে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বিশারতকে মৃত ঘোষণা করেন। আশিদুলকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকেরা। 

অন্যদিকে গতকাল শুক্রবার হারুন নিজের করিমনে গম বোঝাই করে গ্রাম থেকে ঝিনাইদহের কালীগঞ্জ যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছা-আড়পাড়া ভায়া কাষ্টভাঙ্গা সড়কের আড়পাড়া ব্রিজের কাছে পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটি উল্টে যায়। এতে চালক হারুন গাড়িটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার