হোম > সারা দেশ > খুলনা

জুলাই শহীদের কবর জিয়ারতে শিল্প উপদেষ্টা, খবর পেলেন না বাবা

খুলনা প্রতিনিধি

খুলনায় জুলাই শহীদের কবর জিয়ারত করেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি: আজকের পত্রিকা

খুলনা সফরে এসে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত করেছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তবে খবর না পাওয়ায় এ সময় উপস্থিত ছিলেন না শহীদের বাবা।

উপদেষ্টা আদিলুর আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সোনাডাঙ্গা মডেল থানার বসুপাড়া কবরস্থানে সাকিবের কবরে ফুলেল শুভেচ্ছা জানান। সেই সঙ্গে তিনি শহীদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন।

এ সময় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসেন, খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাকিবের বাবা শেখ আজিজুর রহমান জানান, কবর জিয়ারতের খবর তাঁকে আগে জানানো হয়নি। এ জন্য তিনি এতে অংশ নিতে পারেননি। তিনি সকাল থেকে নবপল্লী এলাকায় তাঁর মুদিদোকানে ছিলেন।

উপদেষ্টা আদিলুর কবর জিয়ারত শেষে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কেডিএর বিভিন্ন প্রকল্প দেখতে যান। সংস্থার প্রধান প্রকৌশলী সাবেরুল আলম বলেন, ‘উপদেষ্টা আদিলুর রহমান খান কেডিএর কিছু প্রকল্প এলাকা দেখার জন্য খুলনা এসেছেন। আগামীকাল শনিবার তাঁর যশোর সফরের কর্মসূচি রয়েছে।’

উল্লেখ, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই ঢাকার মিরপুরে পুলিশের গুলিতে নিহত হন সাকিব। পরে তাঁকে খুলনায় এনে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। সাকিব তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট। তিনি খুলনা থেকে ঢাকা গিয়েছিলেন চাকরির খোঁজে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার