হোম > সারা দেশ > খুলনা

ইবিতে জুলাই গণহত্যার তথ্য-উপাত্ত চেয়ে গণবিজ্ঞপ্তি 

ইবি প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে বিভিন্ন বাহিনী এবং দলীয় ক্যাডার কর্তৃক মানবতাবিরোধী অপরাধের তদন্তকাজের সহয়তায় তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। 

আজ রোববার কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নূরুন নাহার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলন দমনে সাবেক সরকারের বিভিন্ন বাহিনী এবং দলীয় ক্যাডার কর্তৃক গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধের তদন্তকাজে সহযোগিতার জন্য উপাচার্য তথ্য সংগ্রহের জন্য কমিটি গঠন করেছেন। কমিটিকে সহায়তার জন্য উপরিউক্ত ঘটনাবলির তথ্য-উপাত্ত যথাযথ প্রমাণসহ আগামী ৯ অক্টোবরের মধ্যে কমিটির আহ্বায়কের কাছে যথাযথ প্রমাণসহ জমা দিতে বলা হয়েছে। 

এ ছাড়া তথ্য-উপাত্ত চেয়ে বিভাগ ও হল আলাদা আলাদা গণবিজ্ঞপ্তি দিয়েছে। বিভাগ ও হল ৭ অক্টোবরের মধ্য অফিসে তথ্য-উপাত্ত জমা দিতে বলেছেন। 

এর আগে জুলাই-আগস্টের ঘটনায় তথ্য-উপাত্ত চেয়ে বিশ্ববিদ্যালয়কে চিঠি পাঠায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নুরুল নাহারকে আহ্বায়ক ও তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার সাহেদ হাসানকে সদস্যসচিব করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’