হোম > সারা দেশ > ঝিনাইদহ

গণিত অলিম্পিয়াডে তিনবার আন্তর্জাতিক ও পাঁচবার জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন চতুর্থ শ্রেণির ঐক্য

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপার শিশু যাইয়ানা জোহানী ঐক্য গণিতে অসাধারণ প্রতিভার নজির স্থাপন করেছে। ১১ বছর বয়সে শিশুদের জন্য অনুষ্ঠিত ৩টি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে একটিতে গ্র্যান্ড চ্যাম্পিয়ন ও একটিতে ফার্স্ট রানার্সআপের গৌরব অর্জন করেছে। জাতীয় পর্যায়ে গণিত অলিম্পিয়াডে ৫ বার গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে সে। সে প্রথমবার মাত্র সাড়ে ৪ বছর বয়সে আলোহা গণিত অলিম্পিয়াডে অংশ নেয় এবং গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়। 

যাইয়ানা জোহানী ঐক্য ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ইউরোলজি বিশেষজ্ঞ ডা. তৌহিদ বেলাল তপন ও বারডেম হাসপাতালের চিকিৎসক নাজিয়াত ফারাফ তানিয়ার মেয়ে। 

এ বিষয়ে ডা. তৌহিদ বেলাল তপন বলেন, ২০১৫ সালে কক্সবাজারে শিশুদের জন্য অনুষ্ঠিত আলোহা গণিত অলিম্পিয়াডে সাড়ে ৪ বছর বয়সে ঐক্য অংশ নেয় এবং গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়। বিদেশে প্রথম ইন্দোনেশিয়াতে অনুষ্ঠিত শিশুদের গণিত অলিম্পিয়াডে অংশ নিয়ে গ্র্যান্ড চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে। চীন ও রাশিয়াতে অনুষ্ঠিত গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়। শুধু তাই নয়, মালয়েশিয়াতে অনুষ্ঠিত গণিত অলিম্পিয়াডে ফার্স্ট রানার্সআপ হয় সে। 

ডা. তৌহিদ বেলাল তপন আরও বলেন, জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত শিশুদের গণিত অলিম্পিয়াডে ৫ বার গ্র্যান্ড চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে ঐক্য। গণিত অলিম্পিয়াডে শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে। বর্তমানে আমার মেয়ে স্কলাস্টিকার ধানমন্ডি শাখার ৪র্থ শ্রেণির ছাত্রী। সে পড়াশোনার পাশাপাশি আবৃতি ও নৃত্যতেও পারদর্শী। 

সফলতা নিয়ে ঐক্য বলে, আমার এ সাফল্য অর্জনের জন্য বাবা-মা উৎসাহ জোগান ও গাইড করেন। ভবিষ্যতে আরও ভালো ফল করব বলে আশা করছি। 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার