হোম > সারা দেশ > যশোর

বেনাপোল বন্দরে দুই দিনে ৬৭৭ টন কাঁচামরিচ আমদানি, দাম কমার আশা

বেনাপোল (যশোর) প্রতিনিধি

দামের ঊর্ধ্বগতি রোধে আবারও ভারত থেকে কাঁচামরিচের আমদানি বাড়তে শুরু করেছে। গত দুদিনে ৫৭টি ট্রাকে করে ভারত থেকে ৬৭৭ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। এর মধ্যে গতকাল সোমবার ২৯ ট্রাকে ৩৫৪ টন এবং আজ ২৮টি ট্রাকে এসেছে ৩২৩ টন। 

বেনাপোল উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপ-সহকারী পরিচালক হেমন্ত কুমার সরকার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কাঁচা মরিচের মান পরীক্ষা শেষে খাওয়ার উপযোগী হওয়ায় আনুষ্ঠানিকতা শেষে বন্দর থেকে দুই দিনে ৬৭৭ টন মরিচ খালাসের অনুমতি দেওয়া হয়েছে।’ 

বেনাপোল বন্দর থেকে খালাস হয়ে কাঁচামরিচ ঢাকার কারওয়ান বাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। তবে আমদানি করা এসব মরিচ যাতে সিন্ডিকেটের হাতে না যায়, সেদিকে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন সাধারণ ক্রেতারা। 

বন্দরের সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা জানান, প্রতি টনের আমদানি মূল্য ৬০ হাজার টাকা। আমদানি শুল্ক প্রায় ৩৬ হাজার টাকা হিসাবে প্রতি কেজির আমদানি মূল্য ৬০ টাকা এবং শুল্ক ৩৬ টাকা। অন্যান্য খরচ মিলিয়ে কেজি কেজি ১২০ টাকার বেশি পড়ার কথা নয়। তবে আমদানিকারকেরা বলেছেন, ‘ভারতেও দাম বৃদ্ধির কারণে দ্বিগুণ দামে কিনতে হয়েছে।’ 

জানা যায়, প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে বর্ষা মৌসুমে নিচু জমি ডুবে যাওয়ায় কাঁচামরিচের সংকট দেখা দেয়। আর এ সময় কিছু মুনাফালোভী ব্যবসায়ী সিন্ডিকেট করে বাজারে মরিচের দাম বাড়িয়ে দেয়। এতে করে এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম প্রতি কেজি ২০০ টাকা থেকে ৩৫০ টাকায় দাঁড়িয়েছে। 

এতে সাধারণ ও নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়ে। কাঁচামরিচের লাগামহীন এ বাজার নিয়ন্ত্রণে আমদানি প্রক্রিয়া সহজ করে সরকার। তবে গেল বছরে সিন্ডিকেটের কারণে কাঁচামরিচের দাম বেড়ে কেজি ১০০ টাকা থেকে হাজার টাকা পর্যন্ত দাঁড়ায়। 

মফিজুর রহমান নামে এক ক্রেতা বলেন, ‘আমদানি মূল্যের অনেক বেশি দামে তাদের মরিচ কিনতে হচ্ছে। আমদানি করা কাঁচামরিচ যাতে সিন্ডিকেটের হাতে না যায়, সেটি নিশ্চিত করতে হবে প্রশাসনকে।’ 

কাঁচামরিচ আমদানিকারকের প্রতিনিধি উজ্জ্বল বিশ্বাস বলেন, ‘বন্দর থেকে খালাসের পরপরই দেশের অভ্যন্তরে দ্রুত মরিচ সরবরাহ শুরু হয়েছে। আমদানি করা এ মরিচ রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। আশা করছি, আমদানি এভাবে বাড়তে থাকলে বাজারে দাম কমবে।’

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার