হোম > সারা দেশ > যশোর

ভারতে পাচার ২ তরুণীকে বেনাপোলে হস্তান্তর

শার্শা (যশোর) প্রতিনিধি

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশিকে তরুণীকে উদ্ধারের পর ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ দুই তরুণীকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

ফেরত আসা তরুণীরা হলেন নড়াইলের খাদেজা (১৯) ও আলোমতি (১৬)।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাকে জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস যশোর নামে দুটি এনজিওর হেফাজতে দেওয়া হয়েছে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখার সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জানান, ভালো কাজের প্রলোভনে দু বছর আগে সীমান্ত দিয়ে তাঁদেরকে ভারতে পাচার করা হয়েছিল। পরে পাচারকারীরা তাঁদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করে। খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে ভারতীয় মানবাধিকার সংস্থা ওই দুই তরুণীকে নিজেদের হেফাজতে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনি প্রক্রিয়ায় তাঁদেরকে ট্রাভেল পারমিটে দেশে ফেরত পাঠানো হয়।

এদিকে আইনি সহায়তায় দিতে পুলিশের কাছ থেকে আলোমতিকে গ্রহণ করেছে যশোরের এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার এবং খাদেজাকে রাইটস যশোর।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার