হোম > সারা দেশ > খুলনা

কুয়েট উপাচার্যকে অপসারণের দাবি ইবি ছাত্র ইউনিয়নের

ইবি প্রতিনিধি 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ জন শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারের তীব্র নিন্দা ও দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ। একই সঙ্গে ক্যাম্পাসকে সশস্ত্র আক্রমণের হাত থেকে রক্ষা করতে ব্যর্থ উপাচার্যের অপসারণেরও দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সংগঠনটির দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ দাবি জানায় ইবি ছাত্র ইউনিয়ন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষের ঘটনায় প্রকৃত হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন উল্টো হামলার শিকার ভুক্তভোগী ২২ শিক্ষার্থীর নাম উল্লেখসহ আরও ১৫-২০ জন অজ্ঞাতনামা শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ এ ঘটনাকে প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক নিপীড়নের জঘন্য উদাহরণ হিসেবে আখ্যায়িত করছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘কুয়েটের ৩৭ জন শিক্ষার্থীকে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে, আমরা অনতিবিলম্বে তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি। একই সঙ্গে উক্ত ঘটনায় দায়ের করা মিথ্যা মামলাও অবিলম্বে প্রত্যাহার করে ক্যাম্পাসের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হবে।’

ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দ স্পষ্টভাবে বলেন, ‘শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত আক্রমণ, সহিংসতা, সাময়িক বহিষ্কার এবং মিথ্যা মামলা মূলত তাঁদের মত প্রকাশের অধিকার রোধ করার অপচেষ্টা। তাঁরা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে বহিষ্কারাদেশ ও মিথ্যা মামলা প্রত্যাহার করে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।’

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা