হোম > সারা দেশ > খুলনা

খুলনায় মাদ্রাসার জমি দখলের চেষ্টা, আহত ২

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় মাদ্রাসার জমি জবরদখলে ব্যর্থ হয়ে শিক্ষক–কর্মচারীদের ওপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। এতে গুরুতর আহত মাদ্রাসা সুপার মাওলানা খয়রুল আলম ও কর্মচারী রুহোল আমিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার মাদ্রাসার বেড়া অপসারণের সময় এ ঘটনা ঘটে।

ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা জেনেছি। সন্ধ্যার বাদী পক্ষ অভিযোগ দায়ের করবেন বলে কথা হয়েছে।’ 

জানা যায়, ১৯৭৬ সাল থেকে মাদ্রাসার ভোগদখলকৃত জমি বেআইনিভাবে জবরদখলের চেষ্টা চালান আন্দুলিয়া গ্রামের শহিদুল ইসলাম (৪৩), মফিজুর রহমান (৪৫), ওমর আলী (৪০), বোরহান কবিরসহ (১৮) কয়েকজন। বিষয়টি নিয়ে গ্রামে কয়েক দফা সালিসেও তাদের দাবি নাকচ হয়। গত বৃহস্পতিবার রাতে আবারও তারা বেড়া দিয়ে মাদ্রাসা ঘিরে দেন। 

আহত মাদ্রাসা সুপার মাওলানা খয়রুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি মীমাংসার একপর্যায়ে রোববার সকালে বেড়া অপসারণের চেষ্টাকালে শহিদুল, মফিজুর, ওমর, আকবার, কবিরসহ অজ্ঞাতরা দা শাবল বাঁশের লাঠি নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তারা আমার ডান পা ভেঙে দিয়েছে এবং কর্মচারী রুহোল আমিনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে।’ 

মাদ্রাসার সভাপতি শামছুল আলম হিরোক আজকের পত্রিকাকে বলেন, ‘সম্পূর্ণ সন্ত্রাসী কায়দায় তারা ঘটনাটি ঘটিয়েছে এবং অনেক ক্ষতিসাধন করেছে। মামলার প্রস্তুতি নিয়েছি।’ এ ব্যাপারে আসামিরা বাড়িঘর তালা লাগিয়ে আত্মগোপনে থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা