হোম > সারা দেশ > খুলনা

স্যার ১০ লাখ মিষ্টি খেতে নেন, আপনি–আমি ছাড়া কেউ জানবে না: ইবি ভিসিকে মেসেজ

ইবি প্রতিনিধি

টাকার বিনিময়ে চাকরি চেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার মেসেজটি আসে উপাচার্যের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে।

পরে এ বিষয়ে ব্যবস্থা নিতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান। যার জিডি নম্বর ১০২১।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জিডিতে বলা হয়েছে, আজ সকালে অপরিচিত মোবাইল নম্বর থেকে মিথি নামে একজন উপাচার্যের ব্যক্তিগত নম্বরে ১০ লাখ টাকার বিনিময়ে একটি চাকরি চেয়ে মেসেজ পাঠান।

ওই নম্বর থেকে প্রথমে উপাচার্যের সঙ্গে টেলিফোনে কথা বলতে জোরাজুরি করা হয়। উপাচার্য কথা বলতে না চাইলে মেসেজ পাঠান। এই বার্তা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করলে উপাচার্যের মানহানি হবে। এমতাবস্থায় বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন।

উপাচার্যকে পাঠানো মেসেজের স্ক্রিনশটে দেখা যায়, ‘স্যার ১০ লাখ মিষ্টি খেতে নেন। এটা আপনি আর আমি ছাড়া কেউ জানবে না। আমার সত্যিই ওখানে কেউ নেই, প্লিজ স্যার চাকরিটা খুব দরকার।’

এ বিষয়ে জানতে ওই নম্বরে কল দিলে অপর পাশ থেকে একটি মেয়ে কণ্ঠ বলে, ‘এ রকম মেসেজ আমি দিইনি। আমার আইডিটা হয়তো হ্যাক হয়েছে। আমি গরিব মানুষ। আমাদের এত টাকা নেই।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আজকের পত্রিকাকে বলেন, ‘এটা কুচক্রী মহলের কাজ। এখানে একটা গ্রুপ আছে। এসব করে আমাদের ট্র্যাপে ফালাইতে চায়। আপাতত থানায় ডায়েরি করা হয়েছে। বিষয়গুলো আইনশৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখবে।’

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও