হোম > সারা দেশ > খুলনা

মাদক সেবনের অভিযোগে খুবির ৪ শিক্ষার্থী বহিষ্কার

খুবি প্রতিনিধি

মাদক সেবনের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার, আর্থিক জরিমানাসহ কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে গোপন সংবাদে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক ও তাঁর টিম ক্যাম্পাস সংলগ্ন কয়েকটি মেসে অভিযান চালায়। অভিযানে চার শিক্ষার্থী মাদক সেবনরত অবস্থায় ধরা পড়েন। শাস্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের শিক্ষার্থী। 

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন বিষয়টি নিশ্চিত করেন। 

ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন বলেন, ‘গতকাল গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক টিম বিশ্ববিদ্যালয়ের পাশের মেসগুলোতে রাতে অভিযান চালায়। অভিযানে চার ছাত্রকে গাঁজা সেবন করা অবস্থায় পাওয়া যায়। এ জন্য তাঁদের ১০ হাজার টাকা জরিমানা ও তিন টার্মের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাঁদের কারণ দর্শানো নোটিশের জবাব অভিভাবকদের সঙ্গে নিয়ে দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।’

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক