হোম > সারা দেশ > খুলনা

অপহরণের ২৬ দিন পরও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি

অপহরণের ২৬ দিন পরও উদ্ধার হয়নি খুলনার বটিয়াঘাটার এক নবম শ্রেণির ছাত্রী। এখনো গ্রেপ্তার হয়নি এই মামলার কোনো আসামি। মেয়েকে অপহরণের মামলা করে নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে দাবি করছেন ওই স্কুলছাত্রীর বাবা রবিন্দ্রনাথ মিস্ত্রি। অন্যদিকে পুলিশ বলছে, আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের বাসিন্দা রবিন্দ্রনাথ মিস্ত্রি ও পূর্নিমা মিস্ত্রির নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে গত ৯ নভেম্বর নিখোঁজ হয়। এরপর পুর্নিমা মিস্ত্রি বটিয়াঘাটা থানায় এ নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু পুলিশ তথ্য অনুসন্ধানে গিয়ে জানতে পারে, চন্দ্রিমা মিস্ত্রি নিখোঁজ হননি। তাঁকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পাশের ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের আকড়া গ্রামের প্রীতম মণ্ডল অপহরণ করেছে। এরপর পূর্নিমা মিস্ত্রি বাদী হয়ে প্রীতম মণ্ডল, তপন মণ্ডল ও আন্না মণ্ডলকে আসামি করে বটিয়াঘাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। 

এ নিয়ে জানতে চাইলে রবিন্দ্রনাথ মিস্ত্রি বলেন, ‘আমার মেয়েকে অপহরণ করে কোথায় রেখেছে, তা আমরা আজও জানি না। যোগাযোগ করলে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মতিয়ার রহমান বলেন, দেখছি কি করা যায়। এসব বলে আমাদের ঘুরাইতেছে তাঁরা। এখন আসামিরাও হুমকি দিচ্ছে।’ 

এই মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মতিয়ার রহমান বলেন, ‘আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

বটিয়াঘাটা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখছি কী করা যায়। আসামি আটকের জন্য আমাদের অভিযানও অব‍্যাহত রয়েছে।’

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক