নড়াইলে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রোজিনা খাতুন (৩৪) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার শহরের মাছিমদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
রোজিনা নড়াইল পৌর এলাকার বিজয়পুর গ্রামের খালিদ হোসেনের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিজয়পুরের বাসিন্দা রূপগঞ্জ বাজারের ব্যবসায়ী খালিদ আজ দুপুরে নিজের মোটরসাইকেলে করে স্ত্রী ও দুই শিশুসন্তানকে নিয়ে শহরের রূপগঞ্জ থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন।
পথিমধ্যে নড়াইল-লোহাগড়া সড়কের মাছিমদিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেল থেকে সড়কের ওপর স্ত্রী রোজিনা ছিটকে পড়ে যান। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।