হোম > সারা দেশ > বাগেরহাট

মোরেলগঞ্জে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার 

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে আম্বিয়া বেগম (৪৫) নামের এক বিধবা নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে কিসমত জামুয়া গ্রামে ওই নারীর বসতঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। মোরেলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

আম্বিয়া বেগম কিসমত জামুয়া গ্রামের মৃত সেকেন্দার আলী খানের স্ত্রী। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁর গলা কেটে রেখে যায় বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, আম্বিয়া বেগমের একমাত্র ছেলে বাদশা খান চাকরির সুবাদে ঢাকায় থাকতেন। ফলে বাড়িতে একাই থাকতেন এই নারী। স্থানীয়দের সাহায্য-সহযোগিতা ও ছেলের পাঠানো সামান্য অর্থে কোনোমতে চলত আম্বিয়ার দিন। 

স্থানীয় গ্রাম পুলিশ আব্দুল আজিজ বলেন, ‘আম্বিয়ার স্বামী সেকেন্দার আলী ভিক্ষা করে সংসার চালাতেন। স্বামী মারা যাওয়ার পরে খেয়ে-না খেয়ে কোনোমতে দিন যেত আম্বিয়ার। সরকারি জায়গায় ঘর বানিয়ে ছিলেন। সকালে ঘরের বাইরে রক্ত দেখে এক ব্যক্তি আমাকে জানায় এই হত্যাকাণ্ডের বিষয়। পুলিশকে জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে।’

মোরেলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই হত্যার কারণ সম্পর্কে জানতে পুলিশ কাজ শুরু করেছে।

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক

জামায়াতে যোগ দেওয়ায় হিন্দুদের মনে শান্তি এসেছে: কৃষ্ণ নন্দী

চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং অনুশীলনে পথচারী গুলিবিদ্ধ

বন্দিবিনিময় চুক্তি: ভারত থেকে এল ৩২ জেলে, ফিরে গেল ৪৭ জেলে

৫০ বছর ধরে কবর খুঁড়ছেন মজিরুল, নিঃস্বার্থ সেবায় গাংনীর গোরখোদকেরা

কুষ্টিয়ায় নিজ বাড়িতে বৃদ্ধাকে গলা কেটে হত্যা