হোম > সারা দেশ > খুলনা

খুলনায় নৌকার প্রার্থী সালাম মূর্শেদীর বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ

খুলনা প্রতিনিধি

খুলনা-৪ আসনে (দিঘলিয়া, রূপসা, তেরখাদা) আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর বিরুদ্ধে টাকা ছড়ানো, প্রতিপক্ষের লোকজনকে ভয়ভীতি দেখানো, সংখ্যালঘু ভোটারদের ভোট দিতে নিরুৎসাহী করাসহ নানা অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুরে নগরীর টুটপাড়ায় নিজ নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি এস এম মোর্তজা রশিদী দারা এসব অভিযোগ করেন।

মোর্তজা রশিদী দারা বলেন, আব্দুস সালাম মূর্শেদী ও তাঁর লোকজন প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীদের সমর্থকদের নানাভাবে ভয়ভীতি দেখানোসহ শারীরিকভাবে লাঞ্ছিত করছেন।

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় এই সহসভাপতি বলেন, যেখানে সরকার একটি সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের দিকে এগোচ্ছে, তখন আওয়ামী লীগের প্রার্থী বিভিন্নভাবে নিজের পেশিশক্তি ব্যবহার করে ও কতিপয় প্রশাসনিক কর্মকর্তাকে নিয়ে ভোটের পরিবেশ বিনষ্ট করছেন। এ থেকে পরিত্রাণ পেতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এর আগে গত সপ্তাহে মোর্তজা রশিদী দারা আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম মূর্শেদীর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে হুমকি প্রদানসহ নানা ধরনের অভিযোগ এনেছিলেন।

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে