হোম > সারা দেশ > খুলনা

হেলিকপ্টারে নববধূ নিয়ে এলেন ছাত্রলীগ নেতা

প্রতিনিধি, মহম্মদপুর (মাগুরা) 

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা আব্বাস আল কোরেশি নিজের ইচ্ছা পূরণ করতে ঢাকা থেকে বিয়ে করে হেলিকপ্টারে নববধূ নিয়ে বাড়িতে আসেন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টায় আমিনুর রহমান ডিগ্রি কলেজ মাঠে নামেন তাঁরা। 

শাখা ছাত্রলীগের ওই নেতার নাম আব্বাস আল কোরেশি। তিনি মাগুরার মহম্মদপুর উপজেলার ঐতিহ্যবাহী মুসল্লি পরিবারের ছেলে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, মাগুরার সরকারি গার্লস স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক মৃত এটিএম আব্দুল ওমর ফারুকের বড় ছেলে আব্বাস আল কোরেসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বর্তমান কমিটির সহসভাপতি। তিনি ২০১৩-১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত নিয়ে পড়ালেখা শেষ করেন।  

শুক্রবার দুপুরে আব্বাস পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. আমিনুর রহমানের কন্যা ফরিদপুর মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্রী জান্নাতুল নাইমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ঢাকায় তাঁদের বিয়ের অনুষ্ঠান হয়। পরে বর আব্বাস তাঁর স্ত্রী জান্নাতুল নাইমাকে নিয়ে হেলিকপ্টারে করে মহম্মদপুর আমিনুর রহমান কলেজ মাঠে নামেন। খবর শুনে কলেজ মাঠে শত শত মানুষ ভিড় করেন। বর ও নববধূ হেলিকপ্টার থেকে নামলে তাঁদের বরণ করে নেন পরিবারের লোকজন।  

মহম্মদপুর থানার ওসি মো. নাসির উদ্দীন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ওই নেতা নববধূ নিয়ে হেলিকপ্টারে আসার বিষয়টি নিয়ে লিখিত অনুমতি নিয়েছেন।

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা