হোম > সারা দেশ > সাতক্ষীরা

বাঁশবাগানে নারীর গলাকাটা মরদেহ, সাবেক স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় নিখোঁজের দুদিন পর এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেল ৫টার দিকে শহরের কামালনগর এলাকায় একটি বাঁশবাগানে গলিত এই মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে।

পরিবারের সদস্যের দাবি, ওই নারীকে তাঁর সাবেক স্বামী প্রতিশোধ নিতে হত্যা করেছে।

নিহত তাসলিমা খাতুন (২৫) শহরের কামালনগর এলাকার আদম আলী সরকারের মেয়ে।

নিহতের মা আয়েশা খাতুন জানান, আয়েশা খাতুন গত ১১ দিন আগে মাকসুদুল হক সোহানকে তালাক দেয়। এরপর থেকে সোহান তাসলিমাকে মেরে ফেলার হুমকি দিত। গত সোমবার সন্ধ্যার পর থেকে তাসলিমা নিখোঁজ হয়।

এ ঘটনায় ওই দিন রাতেই সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করা হয়।

এরপর আজ বুধবার বিকেলে পার্শ্ববর্তী একটি বাঁশবাগানে তাসলিমার গলিত মরদেহ দেখে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, তালাক দেওয়ার প্রতিশোধ নিতে তাসলিমাকে হত্যার পর লাশটি বাঁশবাগানে ফেলে রাখা হয়।

সাতক্ষীরা সদর সার্কেলের এসপি মীর আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, মরদেহটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত মাকসুদুল হক সোহান পলাতক আছে। এ ঘটনায় তদন্ত চলছে।

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার