হোম > সারা দেশ > সাতক্ষীরা

বাঁশবাগানে নারীর গলাকাটা মরদেহ, সাবেক স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় নিখোঁজের দুদিন পর এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেল ৫টার দিকে শহরের কামালনগর এলাকায় একটি বাঁশবাগানে গলিত এই মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে।

পরিবারের সদস্যের দাবি, ওই নারীকে তাঁর সাবেক স্বামী প্রতিশোধ নিতে হত্যা করেছে।

নিহত তাসলিমা খাতুন (২৫) শহরের কামালনগর এলাকার আদম আলী সরকারের মেয়ে।

নিহতের মা আয়েশা খাতুন জানান, আয়েশা খাতুন গত ১১ দিন আগে মাকসুদুল হক সোহানকে তালাক দেয়। এরপর থেকে সোহান তাসলিমাকে মেরে ফেলার হুমকি দিত। গত সোমবার সন্ধ্যার পর থেকে তাসলিমা নিখোঁজ হয়।

এ ঘটনায় ওই দিন রাতেই সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করা হয়।

এরপর আজ বুধবার বিকেলে পার্শ্ববর্তী একটি বাঁশবাগানে তাসলিমার গলিত মরদেহ দেখে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, তালাক দেওয়ার প্রতিশোধ নিতে তাসলিমাকে হত্যার পর লাশটি বাঁশবাগানে ফেলে রাখা হয়।

সাতক্ষীরা সদর সার্কেলের এসপি মীর আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, মরদেহটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত মাকসুদুল হক সোহান পলাতক আছে। এ ঘটনায় তদন্ত চলছে।

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার