হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

টয়লেটে যাওয়ার কথা বলে থানা থেকে পালালেন নারী আসামি

চুয়াডাঙ্গার জীবননগর থানা। ছবি: সংগৃহীত

টয়লেটে যাওয়ার কথা বলে কৌশলে মাদক মামলার এক নারী আসামি চুয়াডাঙ্গার জীবননগর থানা থেকে পালিয়ে গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া আসামি হলেন মনোয়ারা খাতুন (৩০)। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের শাহজাহান মণ্ডলের মেয়ে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ রিয়াজুল ইসলাম।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মনোয়ারা খাতুন ও নাজমুল হুদা নামের দুজনকে গতকাল বুধবার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রাম থেকে ৮৪ বোতল ফেনসিডিল এবং একটি মোটরসাইকেলসহ আটক করে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা। পরে বিজিবি বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জীবননগর থানায় হস্তান্তর করে।

আজ বৃহস্পতিবার মনোয়ারা ও নাজমুলকে আদালতে সোপর্দ করার কথা ছিল। তবে সকাল ৬টার দিকে টয়লেটে যাওয়ার কথা বলে কৌশলে দৌড়ে পালিয়ে যান মনোয়ারা। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, মূলত নারী আসামিদের নারী ও শিশু ডেস্কের রাখা হয়। ভোর ৬টার দিকে বাথরুমে যাওয়ার কথা বলে কক্ষ থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যান মনোয়ারা। এত সকালে থানায় বেশি পুলিশ ছিল না।

মোহাম্মদ রিয়াজুল ইসলাম আরও বলেন, মনোয়ারার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছাড়া থানা হেফাজত থেকে পালানোর ঘটনায় পেনালকোডে একটি মামলা করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।

গয়েশপুর বিওপির কমান্ডার সুবেদার মোস্তাফিজুর রহমান বলেন, থানায় হস্তান্তর করার পর আসামি পালিয়ে যাওয়ার ঘটনাটি শুনেছি। এ বিষয়ে পুলিশ ভালো বলতে পারবে।

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক