হোম > সারা দেশ > যশোর

যশোর আ.লীগের সভাপতির বিরুদ্ধে বাবা-ছেলেকে জখমের অভিযোগ

যশোর প্রতিনিধি

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের বিরুদ্ধে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন হামিদপুর গ্রামের এ বি এম জাফরী (৩৮) এবং তাঁর বাবা আসাদুজ্জামান (৬৫)। ঘটনাটি ঘটে আজ সোমবার দুপুরে সদর উপজেলার হামিদপুর গ্রামে।

তবে, অভিযোগ অস্বীকার জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন এ ধরনের কোনো ঘটনা জানেন না বলে দাবি করে আজকের পত্রিকাকে বলেন, ‘এখন তথ্যপ্রযুক্তির যুগ। হামলার ঘটনায় যদি আমি জড়িত থাকি তো তারা ডকুমেন্ট দেখাক। ছবি দেখাক।’

হাসপাতালে আহত এ বি এম জাফরী বলেন, ‘হামিদপুর গ্রামের হারেজ ফকিরের বাড়ির সামনে ৩০ বছর আগে বাবা শিল্প ব্যাংক থেকে টাকা নিয়ে ১০ একর জমি ক্রয় করেন। আজ দুপুরে বাবাসহ আমি ওই জমিতে কলাগাছ রোপণ করতে যাই। কলাগাছ রোপণ করার সময় হঠাৎ জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ১২ থেকে ১৫ জন লোক নিয়ে উপস্থিত হন।

‘এ সময় শহিদুল ইসলাম মিলন এ জমি তাঁর বেয়াইয়ের দাবি করে দখল করার চেষ্টা করেন।  কথা-কাটাকাটির একপর্যায়ে শটগান দিয়ে আমার মাথায় আঘাত করেন।

‘আমি ও বাবা আহত হলে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে হামলাকারীদের ধাওয়া করেন। ধাওয়ার মুখে হামলাকারীরা মোটরসাইকেল ও জিপ গাড়িযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে গ্রামবাসী আমাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।’

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘হামিদপুরে একটি মারামারির ঘটনা শুনেছি। কোনো পক্ষ থেকে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

এদিকে এই ঘটনায় আগামীকাল মঙ্গলবার দুপুরে যশোরে প্রেসক্লাবে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন বিস্তারিত জানাবেন বলে জানান।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা