হোম > সারা দেশ > যশোর

মনিরামপুরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

মনিরামপুরের ধলিগাতী পূর্বপাড়ায় টিউবওয়েলের পাশে থাকা পানিভর্তি বালতি। ছবি: আজকের পত্রিকা

যশোরের মনিরামপুরে বালতির পানিতে পড়ে আরশি খাতুন নামের দেড় বছর বয়সী এক শিশু মারা গেছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার ধলিগাতী পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। আরশি ওই গ্রামের ইকবাল হোসেনের মেয়ে।

প্রতিবেশী আজহারুল ইসলাম বলেন, আরশি বাড়িতে খেলছিল। বাড়িতে টিউবওয়েলের ধারে বালতিতে আনুমানিক ৮-১০ ইঞ্চি পানি রাখা ছিল। একপর্যায়ে শিশুটি উপুড় হয়ে বালতির পানিতে পড়ে যায়। স্বজনরা শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বালতির ভেতরে পড়ে থাকতে দেখেন। পরে শিশুটিকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরশির মৃত্যু হয়।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আলেক উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘পানিতে পড়া শিশুটিকে দুপুর ১টার দিকে স্বজনেরা হাসপাতালে নিয়ে আসেন। আমরা ইসিজি করে তার পালস (হৃৎস্পন্দন) কিছুটা আছে এমনটি অনুমান করতে পেরেছিলাম। পরে স্বজনেরা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেছেন।’

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ‘পানিতে পড়ে শিশু মৃত্যুর কোনো খবর থানায় আসেনি।’

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার