হোম > সারা দেশ > সাতক্ষীরা

শ্যামনগরে সুন্দরবনের দুই বনদস্যু আটক, অস্ত্র উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

একনলা বন্দুকসহ আটক বনদস্যুদের একজন। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবনসংলগ্ন লোকালয় থেকে দুই বনদস্যুকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার সুন্দরবনসংলগ্ন যতীন্দ্রনগর ও মীরগাং এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর গ্রামের নজির গাজী (৫৫) ও খুলনা জেলার কয়রা উপজেলার বৈকারী গ্রামের দিদারুল ইসলাম (৩৮)। আটক বনদস্যুদের দেওয়া তথ্যের ভিত্তিতে নৌকা থেকে একটি একনলা বন্দুক ও একটি দা উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা জানান, সোমবার রাত ৯টার দিকে অপরিচিত পাঁচ-সাত জন সুন্দরবন তীরবর্তী যতীন্দ্রনগর বাজারে আসেন। এ সময় তাঁরা মাইক্রোবাস, নয়তো ভাড়ায় চালিত মোটরসাইকেলের সন্ধান করতে থাকেন। একপর্যায়ে স্থানীয়দের সন্দেহ হলে নাম-পরিচয়সহ সুন্দরবন এলাকায় আসার কারণ জানতে চাইলে তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। বাজারে লোকজন ধাওয়া করে দিদারুলকে আটকের পর পুলিশকে খবর দেয়। পরে শ্যামনগর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দিদারুলকে থানায় নিয়ে যায়। পরে মীরগাং এলাকা থেকে অপর বনদস্যু নজিরকে আটক করে স্থানীয়রা এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই চক্রের ব্যবহৃত মাছ শিকারের নৌকা থেকে একটি একনলা বন্দুক ও একটি দা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার