হোম > সারা দেশ > যশোর

বেনাপোল বন্দরে ৩০, ৩১ জানুয়ারি সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের কর্মবিরতি

বেনাপোল (যশোর) প্রতিনিধি

জাতীয় রাজস্ব বোর্ডের লাইসেন্স বিধিমালা সংশোধনসহ বিভিন্ন দাবিতে ৩০ ও ৩১ জানুয়ারি কর্মবিরতির ঘোষণা দিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ সিঅ্যান্ডএফ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন। আজ রোববার সংগঠনের সভাপতি শামছুর রহমান আজকের পত্রিকাকে কর্মবিরতির বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের লাইসেন্স বিধিমালা-২০২০ সংশোধনের জন্য কর্তৃপক্ষকে একাধিকবার অনুরোধ জানালেও তারা আমলে নেয়নি। অ্যাসোসিয়েশন সবার মতামত নিয়ে যৌক্তিক দাবি আদায়ে এই কর্মবিরতির ডাক দিয়েছে। বেনাপোলসহ দেশের সব কটি বন্দরে সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা এ কর্মবিরতি পালন করবেন। এ সময় আমদানি-রপ্তানি কার্যক্রমসহ কাস্টমসের পণ্য খালাস কার্যক্রম বন্ধ রাখবেন সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা।’ 

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টের সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা বলেন, ‘বেনাপোল কাস্টমসের সামনে সিঅ্যান্ডএফ সদস্যরা অবস্থান নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসায়ীরা এ কর্মবিরতি পালন করবে।’ 

এদিকে, দুই দিনের কর্মবিরতিতে সরকারের প্রায় ৫০ কোটি টাকা রাজস্ব আয় বঞ্চিত হবে ধারণা করছে সাধারণ ব্যবসায়ীরা। এ ছাড়া আমদানি রপ্তানি বন্ধ থাকায় ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন। দ্রুত সমাধানের মাধ্যমে বাণিজ্য সচলের আহ্বান জানান তাঁরা। 

এর আগে, গত সপ্তাহে একই দাবিতে সংবাদ সম্মেলন করে ফেডারেশন অব বাংলাদেশ সিঅ্যান্ডএফ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন।

খুলনা-১ আসন: সম্পদে এগিয়ে কৃষ্ণ নন্দী, বার্ষিক আয়ে এজাজ খান

সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ, ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি দস্যুদের

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত