হোম > সারা দেশ > খুলনা

দখল করতে ফসলি জমিতে বালু ভরাটের অভিযোগ

খুলনা প্রতিনিধি

খুলনার দাকোপ উপজেলায় জমি দখল করতে অবৈধভাবে ফসলি জমিতে বালু ভরাট করা হয়েছে। তারপর সেই জমিতে বেসরকারি শিপইয়ার্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ছবি: আজকের পত্রিকা

খুলনার দাকোপ উপজেলায় জমি দখল করতে অবৈধভাবে ফসলি জমিতে বালু ভরাট করা হয়েছে। তারপর সেই জমিতে বেসরকারি শিপইয়ার্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যক্তিরা। আজ শনিবার খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জমির মালিক ক্ষতিগ্রস্ত ছয়জন এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হিরন্ময় সানা বলেন, ‘দাকোপ উপজেলার পানখালী ১ নম্বর ওয়ার্ডের খলিশা গ্রামে পৈতৃকসূত্রে প্রাপ্ত জমি আমরা বংশপরম্পরায় ভোগদখল করে আসছি। সম্প্রতি ‘অ্যাভানগার্ড শিপইয়ার্ড লিমিটেড কোম্পানি’ নামের একটি কোম্পানি শিপইয়ার্ড নির্মাণের জন্য জমি কিনতে চাইলে এলাকাবাসী জমি না বেচার সিদ্ধান্ত নেয়। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই কোম্পানির পক্ষে দাকোপ থানা বিএনপির আহ্বায়ক অসিত বরণ সাহা, সদস্যসচিব মান্নান খান, দাকোপ পৌর আহ্বায়ক মোজাফ্ফর শেখ ও পৌর শাখার সদস্যসচিব আলামিন সানাসহ অন্যরা জমির মালিকদের কোম্পানির কাছে জমি বিক্রি করার জন্য হুমকি ও ভয়ভীতি দেখান। এই অবস্থায় গত বছরের ২০ নভেম্বর কোম্পানির পক্ষে দাকোপ থানা বিএনপির নেতা-কর্মীরা ৪-৫ শতাধিক লোক নিয়ে এলাকাবাসীর বসতভিটা ও ফসলি জমি জবর দখল করে এবং আধা পাকা ধানখেতে বালু ভরাট করে।’

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অপরিপক্ব ধানের জমিতে বালু ভরাট ও জমি দখলের সময় ক্ষতিগ্রস্তরা থানা ও উপজেলা প্রশাসনের কাছে গিয়েও কোনো প্রতিকার পাননি বলে তাঁদের অভিযোগ।

খুলনার দাকোপ উপজেলায় জমি দখল করতে অবৈধভাবে ফসলি জমিতে বালু ভরাট করা হয়েছে। তারপর সেই জমিতে বেসরকারি শিপইয়ার্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ছবি: আজকের পত্রিকা

অভিযোগ সম্পর্কে জানতে বেসরকারি অ্যাভানগার্ড শিপইয়ার্ড লিমিটেডের ম্যানেজার কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই অভিযোগ সঠিক নয়। তাঁরা যদি জমির সঠিক কাগজপত্র দেখাতে পারেন, তাহলে আমরা জমি ছেড়ে দেব। তা ছাড়া জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালত তাঁদের পক্ষে রায় দিলেও আমরা জমি ছেড়ে দেব।’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ