হোম > সারা দেশ > খুলনা

দখল করতে ফসলি জমিতে বালু ভরাটের অভিযোগ

খুলনা প্রতিনিধি

খুলনার দাকোপ উপজেলায় জমি দখল করতে অবৈধভাবে ফসলি জমিতে বালু ভরাট করা হয়েছে। তারপর সেই জমিতে বেসরকারি শিপইয়ার্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ছবি: আজকের পত্রিকা

খুলনার দাকোপ উপজেলায় জমি দখল করতে অবৈধভাবে ফসলি জমিতে বালু ভরাট করা হয়েছে। তারপর সেই জমিতে বেসরকারি শিপইয়ার্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যক্তিরা। আজ শনিবার খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জমির মালিক ক্ষতিগ্রস্ত ছয়জন এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হিরন্ময় সানা বলেন, ‘দাকোপ উপজেলার পানখালী ১ নম্বর ওয়ার্ডের খলিশা গ্রামে পৈতৃকসূত্রে প্রাপ্ত জমি আমরা বংশপরম্পরায় ভোগদখল করে আসছি। সম্প্রতি ‘অ্যাভানগার্ড শিপইয়ার্ড লিমিটেড কোম্পানি’ নামের একটি কোম্পানি শিপইয়ার্ড নির্মাণের জন্য জমি কিনতে চাইলে এলাকাবাসী জমি না বেচার সিদ্ধান্ত নেয়। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই কোম্পানির পক্ষে দাকোপ থানা বিএনপির আহ্বায়ক অসিত বরণ সাহা, সদস্যসচিব মান্নান খান, দাকোপ পৌর আহ্বায়ক মোজাফ্ফর শেখ ও পৌর শাখার সদস্যসচিব আলামিন সানাসহ অন্যরা জমির মালিকদের কোম্পানির কাছে জমি বিক্রি করার জন্য হুমকি ও ভয়ভীতি দেখান। এই অবস্থায় গত বছরের ২০ নভেম্বর কোম্পানির পক্ষে দাকোপ থানা বিএনপির নেতা-কর্মীরা ৪-৫ শতাধিক লোক নিয়ে এলাকাবাসীর বসতভিটা ও ফসলি জমি জবর দখল করে এবং আধা পাকা ধানখেতে বালু ভরাট করে।’

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অপরিপক্ব ধানের জমিতে বালু ভরাট ও জমি দখলের সময় ক্ষতিগ্রস্তরা থানা ও উপজেলা প্রশাসনের কাছে গিয়েও কোনো প্রতিকার পাননি বলে তাঁদের অভিযোগ।

খুলনার দাকোপ উপজেলায় জমি দখল করতে অবৈধভাবে ফসলি জমিতে বালু ভরাট করা হয়েছে। তারপর সেই জমিতে বেসরকারি শিপইয়ার্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ছবি: আজকের পত্রিকা

অভিযোগ সম্পর্কে জানতে বেসরকারি অ্যাভানগার্ড শিপইয়ার্ড লিমিটেডের ম্যানেজার কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই অভিযোগ সঠিক নয়। তাঁরা যদি জমির সঠিক কাগজপত্র দেখাতে পারেন, তাহলে আমরা জমি ছেড়ে দেব। তা ছাড়া জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালত তাঁদের পক্ষে রায় দিলেও আমরা জমি ছেড়ে দেব।’

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার