হোম > সারা দেশ > সাতক্ষীরা

তালায় শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী একুশে বইমেলা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

ফাগুনের ঝরা পাতার সঙ্গে বইয়ের পাতার যেন এক অন্যরকম সম্পর্ক। এই মেলার সঙ্গে মিশে আছে বাঙালির একুশের চেতনা। তাই ধীরে ধীরে ঐতিহ্যের ডানা বেয়ে বইমেলা আমাদের জাতীয় অনুষ্ঠানে রূপ নিয়েছে। সারা দেশে বইমেলা অতটা জনপ্রিয় হয়ে না উঠলেও সাতক্ষীরার তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী একুশে বইমেলা। এরই মধ্যে বইমেলার স্টল সাজানো ও নিরাপত্তার সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

স্বাস্থ্যবিধি মেনে ১৯ ফেব্রুয়ারি শনিবার থেকে শুরু হয়ে মেলাটি আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন বিকেল পর্যন্ত চলবে বলে উপজেলা প্রশাসন থেকে নিশ্চিত করা হয়েছে।

তালা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বইমেলা হবে। প্রতিদিন দুপুর ২টা থেকে মেলা দর্শনার্থী, পাঠক ও জনসাধারণের জন্য উন্মুক্ত করে হবে এবং সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলায় বই কেনাকাটাসহ ঘোরাঘুরি করতে পারবে। 

তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু বলেন, ‘বাংলা ভাষার মর্যাদা ও ভাষাপ্রীতি সম্বন্ধে আমাদের আন্তরিকতা বাড়ানোর জন্য বইমেলার বিকল্প নেই। আমাদের পরবর্তী প্রজন্মকে বইয়ের সঙ্গে সম্পৃক্ত রাখতে বইমেলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য।’ এমন আয়োজন করার জন্য তিনি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, ‘বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে শিক্ষার্থীদের গবেষণা ও চর্চার বিষয় মাথায় রেখে আমরা স্বাস্থ্যবিধি মেনে বইমেলার আয়োজন করতে চলেছি। ইতিমধ্যে সব প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। তিন দিনব্যাপী বইমেলায় ২০টি স্টলসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে লাইব্রেরিগুলো অংশ নেবে। এ সময় তিনি সব পাঠক, প্রকাশনী ও দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় আসার জন্য আহ্বান জানান। 

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার